Discover a new horizon in shopping | Buy now | health items, fashion@men or women, special offers, and gift cards. Visit my site at minimum prices!

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Total Pageviews

Monday, June 1, 2020

The Thousand Name of Lord Vishnu (Give Peace to The Soul)

ভগবান বিষ্ণুর সহস্র নাম

এই বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে, ব্রাহ্মন-বিষ্ণুত্ব, ক্ষত্রিয়-জয়, বৈশ্য-ধন, শুদ্র-সুখ লাভ করে বিষ্ণুভক্তি সমন্বিত হয়



উৎস: গরুড় পুরাণ


The Thousand Name of Lord Vishnu (Give Peace to The Soul)





বাসুদেব, মহাবিষ্ণু, বামন, বালব, বসু, বালচন্দ্রনিভ, বলভদ্র, বলাধিপ, বলিবন্ধনকৃৎ, বেধাঃ, বরেণ্য, বেদবিৎ, বেদবৎ, কবি, বেদকর্ত্তা, বেদরুপ, বেদ্য, বেদপরিপ্লুত, বেদাঙ্গবেত্তা, বেদেশ, বলাধার, বলার্দ্দন, অধিকার, বরেশ, বরদ, বরুনাধিপ, বীরহা, বৃহৎ, বীর, বন্দিত, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, বিরৎ, পর, পদ্মনাভ, পদ্মনিধি, পদ্মহস্ত, গদাধর, পরম, পরভূত, পুরুষোত্তম, ঈশ্বর, পদ্মজঙ্ঘ, পুন্ডরীক, পদ্মমালাধর, প্রিয়, পদ্মাক্ষ, পদ্মগর্ভ, পর্জ্জণ্য, পদ্মসংস্হিত, অপার, পরমার্থ, পরাৎপর, প্রভু, পন্ডিত, পন্ডিতপবিত্র, পাপমর্দ্দক, শুদ্ধ, প্রকাশরুপ, পবিত্র, পরিরক্ষক, পিপাসাবর্জিত, পাদ্য, পুরুষ, প্রকৃতি, প্রধান, পৃথিবীপদ্ম, প্রিয়প্রদ, সর্বেশ, সর্বগ, সর্ব, সর্ববিদ্, সর্বদ, পর, সর্বজগন্ধাম, সর্বদর্শী, সর্বভৃৎ, সর্ব্বানুগ্রহকৃৎ, দেব, সর্ব্বভূতহৃদিস্হিত, সর্বপ, সর্বপূজ্য, সর্বদেবনমস্কৃত্য, সর্বজগন্মূল, সফল, নিস্ফল, অনল, সর্বগোপ্তা, সর্বনিষ্ঠ, সর্বকারণকারণ, সর্বধ্যেয়, সর্বমিত্র, সর্বদেবস্বরুপধৃক, সর্বাধ্যক্ষ, সুরাধ্যক্ষ, সুরাসুরনমস্কৃত, দুষ্ঠঘাতক, অসুরাস্তক, সত্যপাল, সন্নাভ, সিদ্ধেশ, সিদ্ধবন্দিত, সিদ্ধসাধ্য, সিদ্ধ সিদ্ধ, সিদ্ধ সিদ্ধ-হৃদিশ্বর, জগচ্ছরণ্য, শ্রেয়, ক্ষেম, শুভকৃৎ, শোভন, সৌম্য, সত্য, সত্য-পরাক্রম, সত্যস্হ, সত্যসঙ্কল্প, সত্যবিৎ, সত্যদ, ধর্ম্ম, ধর্ম্মী, কর্ম্মী, সর্ব্বকর্ম্মবিবর্জিত, কর্ম্মকর্ত্তা, কর্ম্ম, ক্রিয়া, কার্য্য, শ্রীপতি, নৃপতি, শ্রীমান, সর্ব্বপতিবর্জিত, দেবপতি, বৃষ্ণিপতি, হিরণ্যগর্ভপতি, ত্রিপুরাস্হপতি, পশুপতি, বসুপতি, ইন্দ্রপতি, বরুনপতি, বনস্পতিপতি, অনিলপতি, অনলপতি, যমপতি, কুবেরপতি, নক্ষত্রপতি, ওষধিপতি, বৃক্ষপতি, নাগপতি, অর্কপতি, দক্ষপতি, সুকৃতপতি, নৃপপতি, গন্ধর্বপতি, অসুপতি, উত্তম, পর্ব্বতপতি, নন্দীপতি, দেবপতি, শ্রেষ্ঠ, কপিলপতি, লতাপতি, বীরুধপতি, মুনিপতি, সূর্য্যপতি, চন্দ্রপতি, শুক্রপতি, গ্রহপতি, রাক্ষসপতি, কিন্নরপতি, দ্বিজপতি, সরিৎপতি, সমুদ্রপতি, সর‍োবরপতি, ভূতপতি, বেতালপতি, কুষ্মান্ডপতি, পক্ষিপতি, মহাত্মা, মঙ্গল, মেরু, মন্দর, মন্দরেশ্বর, মের, মাতা, প্রমাণ, মাধব, মহাবীর্য্য, মালাধর, মহাদেব, মহাদেবপূজিত, মহাশান্ত, মহাভাগ, মধূসুদন, মহাপ্রাণ, মার্কন্ডেয়প্রবন্দিত, মায়াদ (মায়াত্মা), মায়াবদ্ধ, মায়াবিবর্জিত, মুনিস্তুত, মুনি, মৈত্র, মহানাস, মহাহনু, মহাবাহু, মহাদক্ষ, মরণবিবর্জিত, মহাবক্ত, মহাকায়, মহোদর, মহাপাক, মহাগ্রীব, মহামানী, মহামনাঃ, মহামতি, মহাকীর্ত্তি, মহারুপ, মহাসুর, মধু, মহেশ্বর, মখেজা, মখরুপী, মাননীয়, মখেশ্বর, মহাবাত, মহাভাগ, মহেশ, অতীতমানুষ, মানব, মনু, মানবপ্রিয়ঙ্কর, মৃগ, মৃগপূজ্য, মৃগপতি, বুধপতি, বৃহস্পতিপতি, শনৈশ্চরপতি, রাহুপতি, কেতুপতি, লক্ষণ, লম্বৌষ্ঠ, মানা, অলঙ্কারসংযুক্ত, চন্দনচর্চ্চিত, নানারসোজ্জলদ্বক্ত্র, নানাপুষ্পশোভিত, রাম, রমাপতি, সভার্য্য, পরমেশ্বর, রত্নদ, রত্নহর্ত্তা, রুপী, রুপবিবর্জ্জিত, মহারুপ, উগ্ররুপ, সৌম্যরুপ, নীলমেঘনিত, শুদ্ধ, কালমেঘ, নিভ, ধুম্রবর্ণ, পীতবর্ণ, নানারুপ, অবর্ণক, বিরুপ, রুপম, শুক্লবর্ণ, সর্ব্বঃর্ণ, মহাযোগী, যজ্ঞ, যজ্ঞকৃৎ, সুবর্ণ, বর্ণবান, সুবর্ণাস্য, সুবর্ণাবয়ব, সর্ব্বার্ণ, সুবর্ণ, স্বর্ণমেঘল, সুবর্ণপ্রদাতা, সুবর্ণাংশ, সুবর্ণপ্রিয়, সুবর্ণাঢ্য, সুপর্ণী, মহাপর্ণ, সুপর্ণকারণ, বৈনতেয়, আদিত্য, আদি, আদিকর, শিব, বৃহৎকারন, পুরাণকারন, বুদ্ধিকারন, মনঃকারণ, চিত্তকারণ, অহঙ্কারকাণ, ভূতকারণ, বিভাবসুকারণ, আকাশকারণ, পৃথিবীকারণ, অন্ডকারণ, প্রকৃতিকারণ, দেহকারণ, চক্ষুঃকারণ, শ্রোত্রকারণ, ত্বককারণ, জিহ্বাকারণ, ঘ্রাণকারন, হস্তদ্বয়কারণ, পাদদ্বয়কারণ, বাক্যকারণ, পায়ুকারণ, ইন্দ্রকারণ, কুবেরকারণ, যমকারণ, ঈশানকারণ, যক্ষকারণ, রাক্ষসকারণ, ভূষণকারণ, ধর্ম্মকারণ, জন্তুকারণ, বসুকারণ, পরমকারণ, মনুকারণ, পক্ষিকারণ, মুনিকারণ, শ্রেষ্ঠকারণ, যোগিকারণ, সিদ্ধকারণ, যক্ষগণকারণ, কিন্নরগণকারণ, গন্ধর্ব্বকারণ, নন্দকারণ, নন্দীকারণ,  সমুদ্রকারণ, বৃক্ষকারণ, বীরুধকারণ, লোককারণ, পাতালকারণ, দেবকারণ, সর্পগণকারণ, মঙ্গলকারণ, পশুগনকারণ, সর্ব্বকারণ, দেহাত্মা, ইন্দ্রিয়াত্মা, আত্মা, বুদ্ধি, মনআত্মা, অহঙ্কারাত্মা, চেতআত্মা, জাগ্রদাত্মা, স্বপ্নাত্মা, পরাত্মা, প্রধানাত্মা, পরমাত্মা, আকাশাত্মা, জলাত্মা, পৃথিব্যাত্মা, পরমাত্মা, রসাত্মা, গন্ধাত্মা, রুপাত্মা, পরাত্ম, শঙ্কাত্ম, বাগাত্মা, স্পর্শাত্মা, পুরুষাত্মা, শ্রোত্রাত্মা, ত্বগাত্মা, জিহ্বাত্মা, ঘ্রাণাত্মা, হস্তাত্মা, পাদাত্মা, উপস্হাত্মা, পায়ুত্মা, ইন্দ্রাত্মা, ব্রহ্মাত্মা, রুদ্রাত্মা, মনআত্মা, দক্ষাত্মা, সত্যাত্মা, ঈশাত্মা, রৌদ্রাত্মা, মোক্ষবিদ্, যতি, যত্নবান, যত্ন, চর্ম্মী, খড়গী, অসুরান্তক, হ্রীপ্রবর্ত্তনশীল, যতিহিতরত, যতিরুপী, যোগীধ্যের, হরি, শিতি, সংবিৎ, মেধা, কাল, উষ্মা, বর্ষা, মতি, সংবৎসর, মোক্ষঙ্কর, মোহপ্রধ্বংসক, দুষ্টমোহকর্ত্তা, মান্ডব্য, বড়বামুখ, সম্বর্ত্তক কালকর্ত্তা, গৌতম, ভৃগু, অঙ্গিরাঃ, অত্রি, বশিষ্ঠ, পুলহ, পুলস্ত্য, পুলহ, কুংস, যাজ্ঞবল্ক্য, দেবল, ব্যাস, পরাশর, শর্ম্মদ, গাঙ্গেয়, হৃষীকেশ, বৃহচ্ছ্রবা, কেশব, ক্লেশহস্তং, সুকর্ণ, কর্ণবর্জ্জিত, নারায়ণ, মহাভাগ, প্রাণপতি, অপানপতি, ব্যানপতি, উদানপতি, সমানপতি, শব্দপতি, স্পর্শপতি, রুপপতি, ক্ষপতি, আদ্য, খড়গপাণি, হলায়ুধ, চক্রপাণি, কুন্ডলী, শ্রীবৎসাঙ্ক, প্রকৃতি, কৌস্তুবগ্রীব, পীতাম্বরধর, সুমুখ, দুর্ম্মুখ, মুখবিবর্জ্জিত, অনন্ত, অনন্তরুপ, সুনখ, সুরসুন্দর, সুখলাপ, বিভু, জিষ্ণু, ভ্রাজিষ্ণু, ইষুধী, হিরণ্যকশিপুহন্তা, হিরণ্যক্ষবিমর্দ্দক, পুতানানিহন্তা, ভাস্করান্তবিনাশন, কেশিদলন, মুষ্টকবিমর্দ্দক, কংসদানবহর্ত্তা, চামুরপ্রমর্দ্দক, অনিষ্টনিয়ন্তা, অক্রুরপ্রিয়, অক্রুর, ক্রুররুপ, অক্রুরপ্রিয়বন্দিত, ভগহা, ভগবান, ভানু, ভাগবত, উর্দ্ধ, উর্দ্ধবেশ, উদ্ধরচিন্তিত, চক্রধৃক, চঞ্চল, চলাচলবিবর্জ্জিত, অহঙ্কার, মতি, চিত্ত, গগন, পৃথিবী, উদ্ধবেশ, বায়ু, চক্ষুঃ, শ্রোত্র, জিহ্বা, ঘ্রাণ, বাক, পানি, পাদ, জঘন, পায়ু, উপস্হ, শঙ্কর, খর্ব্ব, ক্ষান্তিয়, ক্ষান্তিকৃৎ, নর, ভক্তপ্রিয়, ভর্ত্তা, ভক্তিমান, ভক্তিবর্দ্ধন, ভক্তস্তুত, কীর্ত্তিদ, কীর্ত্তিবর্দ্ধন, কীর্ত্তি, দীপ্তি, ক্ষমা, কান্তি, ভক্তি, দয়া, দান, দাতা, কর্ত্তা, দেবদেবপ্রিয়, শুচি, শুচিমান, সুখদ, মোক্ষ, কাম, অর্থ, সহস্রপাৎ, সহস্রশির্ষা, বৈদ্য, মোক্ষদ্বার, প্রজাদ্বার, সহস্রাক্ষ, সহস্রকর, শুক্র, সুকিরীটি, সুগ্রীব, কৌস্তুভ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, হয়গ্রীব, শুকর, মৎস্য, সীতাপতি, বর্দ্ধিষ্ণু, ভরত, কুম্ভনিহন্তা, ইন্দ্রজিৎহন্তা, কুম্ভকর্ণপ্রমর্দ্দন, নরান্তকারন্তক, দেবান্তকবিনাশন, দুঃসুরনিহন্তা, শম্বরারি, নরকনিহন্তা, ত্রিশীরবিনাশন, যমলার্জ্জুনহন্তা, তপোহিতকর, বাদিত্র, বাদ্য, বুদ্ধ, বরপ্রদ, সায়, সারপ্রিয়, সৌর, কালহন্তা, নিকৃস্তন, অগস্তি, দেবল, নারদ, নারদপ্রিয়, প্রাণ, অপান, ব্যান, রজঃ, সত্ত্ব, তমঃ, শরৎ, উদান, সমান, ভেষজ, ভিষক, কুটম্ব, স্বচ্ছরুপ, সর্ব্বদেহবিবর্জ্জিত, চক্ষুরিন্দ্রিয়হীণ, যাগিন্দ্রিয়বিবর্জ্জিত, হস্তেন্দ্রিয়বিহীন, পাদদ্বয়বিবর্জ্জিত, পায়ুবিহীন, উপস্হবিহীন, মহাতপোবিবর্জ্জিত, প্রবোধবিহীন, বুদ্ধিবিবর্জ্জিত, চেতোবিহীন, প্রাণবিবর্জ্জিত, অপানবিহীন, ব্যানবিবর্জ্জিত, উদানবিহীন, সমানবিবর্জ্জিত, আকাশবিহীন, বায়ুপরিবর্জ্জিত, অগ্নিবিহীন, উদৃকবিবর্জ্জিত, পৃথিবীবিহীন, শব্দবিবর্জ্জীত, স্পর্শবিহীন, সর্ব্বরুপবিবর্জ্জিত, রাগবিগত, অথপরিবিবর্জ্জিত, শোকরহিত, বচোবর্জ্জিত, রজোবিবর্জ্জিত, ষড়বিকাররহিত, কামবর্জ্জিত, ক্রোধপরিবর্জ্জিত, লোভবিগত, দম্ভাবিবর্জ্জিত, সুক্ষ্ম, সুসুক্ষ্ম, স্হুলাৎস্হুলতয়, বিশারদ, বলাধ্যক্ষ, সর্ব্বক্ষোভক, সর্ব্বাধ্যক্ষ, অর্ভক, প্রকৃতিক্ষোভক, মহৎক্ষোভক, ভূতক্ষোভক, বুদ্ধিক্ষোভক, ইন্দ্রিয়ক্ষোভক, বিষয়ক্ষোভক, ব্রহ্মক্ষোভক, রুদ্রক্ষোভক, চক্ষুরাস্যগম্য, শ্রোত্রগম্য, ত্বগগম্য, কূর্ম্ম, জিহ্বাগ্রাহ্য, ঘ্রাণেন্দ্রিয়গম্য, বাগগ্রাহ্য, হস্তদ্বয়গম্য, পাদাগম্য, মনোহগ্রাহ্য, বুদ্ধিগ্রাহ্য, অহংবুদ্ধিগ্রাহ্য, চেতোগ্রাহ্য, শঙ্খপাণি, অব্যয়, গদাপাণি, শার্দ্ধপাণি, কৃষ্ণ, জ্ঞানমূর্ত্তি, পরন্তপ, তপস্বী, জ্ঞানগমা, জ্ঞানী, জ্ঞানবিদ, জ্ঞেয়, জ্ঞেয়হীন, জ্ঞপ্তি, চৈতন্যরুপধৃক, ভাব, ভাব্য, ভবকর, ভাবন, ভবনাশন, গোবিন্দ, গোপতি, গোপ, সর্ব্বগোপীসুখপ্রদ, গোপাল, গোমতি, গোধর, উপেন্দ্র, নৃসিংহ, শৌরি, জনার্দ্দন, আরণেয়, বৃহদানু, বৃহদ্দীপ্ত, দামোদর, ত্রিকাল, কালজ্ঞ, কালবর্জ্জিত, ত্রিসন্ধা, দ্বাপর, ত্রেতা, প্রজাদ্বার, ত্রিবিক্রম, বিক্রম, দন্ডহস্ত, একদন্ডী, ত্রিদশুধৃক, সাম, ভেদ, উপায়, সামরুপী, সামগ, সামবেদ, অথর্ব্ব, সুকৃত, সুখরুপধৃক, অথর্ব্ববেদবিৎ, অথর্ব্বাচার্য্য, ঋগ্রুপী, ঋগ্বেদ, ঋগ্বেদপ্রতিষ্ঠিত, যজুর্ব্বেত্তা, যজুর্ব্বেদ, যজুর্ব্বেদবিদ, একপাৎ, বহুপাৎ, সুপাৎ, সহস্রপাৎ, চতুষ্পাৎ, দ্বিপাৎ, স্হুতি, ন্যায়, যম, যমী, সন্ন্যাসী, সন্ন্যাস, চতুরাশ্রম, ব্রহ্মচারী, গৃহস্হ, বাণপ্রস্হ, ভিক্ষুক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, বর্ণ, শীলদ, শীলসম্পন্ন, দুঃশীলপরিবর্জ্জিত, মোক্ষ, অধ্যাত্মসমাবিষ্ট, স্তুতি, স্তোতা, পূজক, পূজ্য, বাক্ কারন, বাচ্য, বাচক, বেত্তা, ব্যাকরণ, বাক্য, বাক্যবিৎ, বাক্যগম্য, তীর্থবাস, তীর্থ, তীর্থী, তীর্থবিৎ, তীর্থদিভূত, সাংখ্য, নিরুক্ত, অধিদৈবত, প্রণব, প্রণবেশ, প্রণবপ্রসবন্দিত, প্রণলক্ষ্য, গায়ত্রী, গদাধর, শালগ্রামনিবাসী, শালগ্রাম, জলাশয়ী, যোগশাস্ত্রী, শেষশায়ী, কুশেশর, মহীভর্ত্তা, কার্য্য, কারণ, পৃথিবীধর, প্রজাপতি, শাশ্বত, কাম্য, কাময়িতা, বিরাট, পুষা, সম্রাট, স্বর্গ, রথস্হ, সারথি, রথ, ধনী, ধনপ্রদ, হস্ত, যাদবহিতেরত, অর্জ্জুনপ্রিয়, অর্জ্জুন, ভীম, পরাক্রম, দুর্ব্বিষহ, সর্ব্বশাস্ত্রবিশারদ, সারস্বক, মহভীষ্ম, পারিজাতহর, অমৃতপ্রদাতা, ক্ষীরোদ, ক্ষীর, ইন্দ্রত্মজ, ইন্দ্রাত্মজগোপ্তা, গোবর্ন্ধনধর, কংসনাশন, হস্তিপ, হস্তিনাশন, শিপিবিষ্ঠ, প্রসন্ন, সর্ব্বলোককীর্ত্তিনাশন, মুদ্রা, মুদ্রাকর, সর্ব্বমুদ্রাবিবর্জ্জিত, দেহী, দেহস্হিত, দেহনিয়ামক, শ্রোতা, শ্রোত্রনিয়ন্তা, শ্রোতব্য, নিয়ামক, শ্রবণ, ত্বকস্হত, স্পর্শয়িত্য, স্পৃশ্য, স্পর্শন, চক্ষুঃস্ব, রুপদ্রষ্টা, চক্ষুনিয়ন্তা, দৃশ্য, জিহ্বাস্হ, রসজ্ঞ, ঘ্রনস্য, ঘ্নানকৃৎ, ঘ্রাতা, ঘ্রাণেন্দ্রিয়নিয়ামক, বাকস্হ, বক্তা, বক্তব্য, বচন, বাঙ্নিয়ামক, প্রাণিস্হ, শিল্পস্হ, শিল্প, হস্তদ্বনিয়ামক, পদব্য, গন্তা, গন্তব্য, গমন, পাদদ্বয়নিয়ন্তা, পাদ্যভাক্, বিসর্গকৃৎ, বিসর্গনিয়ন্তা, উপস্হস্হ, সুগ, উপস্হানিয়ন্তা, আনন্দকর, শত্রুঘ্ন, কার্ত্তবীর্য্য, দত্তাত্রেয়, অলর্কহিত, কার্ত্তবীর্য্যনিকৃস্তন, কালনেমি, মহানেমি, মেঘ, মেঘপতি, অন্নপ্রদ, অন্নরুপী, অন্নাদ, অন্নপ্রবর্ত্তক, ধূমকৃৎ, ধূমরুপ, দেবকীপুত্র, দেবকীনন্দন, নন্দ, রোহিনীপ্রিয়, বসুদেবপ্রিয়, বসুদেবসুত, দুন্দুভি, হংসরুপ, হাসরুপ, পুষ্পহাস, অট্টহাস, অট্টহাসপ্রিয়, সর্ব্বধ্যক্ষ, ক্ষর, অক্ষর, অচ্যুত, সত্যেশ, সত্যাপ্রিয়, বর, রুক্ষ্মিনীপতি, রুক্ষ্মিনীবল্লভ, গোপীবল্লভ, পূণ্যশ্লোক, বিশ্রুত, বৃষাকপি, যম, গুহ্য, মঙ্গল, বুধ, রাহু, কেতু, গ্রহ, গ্রাহ, গজেন্দ্রমুখমেলক, গ্রাহবিনিহন্তা, গ্রামণী, রক্ষক, কিন্নর, সিদ্ধ, ছন্দঃ, স্বচ্ছন্দ, বিশ্বরুপ, বিশালাক্ষ, দৈত্যসুদন, অনন্তরুপ, ভূতস্হ, দেবদানসংস্হিত, সুষুপ্তিস্হ, সুযুপ্তি, স্হান, স্হানান্ত, জগৎস্হ, জাগর্ত্তা, স্হান, জাগরিত, স্বপ্নস্হ, স্বপ্নবিৎ, স্বপ্ন, স্হানাঙ্ক, সুস্ক, জাগ্রৎস্বপ্ন, সুষুপ্তিবিহীন, চতুর্থক, বিজ্ঞান, চৈত্ররুপ, জীব, জীবয়িতা, ভুবানাধিপতি, ভুবননিয়ামক, পাতালবাসী, পাতাল, সর্ব্বজরবিনাশন, পরমানন্দরুপী, ধর্ম্মপ্রবর্ত্তক, সুলভ, দূর্লভ, প্রাণায়ামরুপ, প্রত্যাহার, ধারক, প্রত্যাহারকর, প্রভা, কান্তি, অর্চ্চিঃ, শুদ্ধ, স্ফটিক, সন্নিভ, অগ্রস্হ, গৌর, সর্ব, শুচি, অভিষ্টুত, বষটকার, বষট, বৌষট, স্বধা, স্বাহা, রতি, পক্তা, নন্দয়িতা, ভারত, তরুনাশন, চিদ্রুপ, ভোক্তা, বোদ্ধা, ভাষয়িতা, জ্ঞানাত্মা, উহাত্মা, ভুমা, সর্ব্বশ্বরেশ্বর, নদী, নন্দ, পুস্করাধ্যক্ষ, পুস্করীশ, ভরত, জনক, জন্য, সর্ব্বাকারবিবর্জ্জিত, নিরাকার, নির্নিমিত্ত, নিরাতঙ্ক, নিরাশ্রয়


সমাপ্ত


The Thousand Name of Lord Vishnu (Give Peace to The Soul)

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Post Top Ad

Your Ad Spot