স্হির, স্হাণু, প্রভু, ভানু, প্রবর, বরদ, বর, সর্ব্বাত্মা, সর্ব্ববিখ্যাত, সর্ব্বকর, ভব, জটা, দন্ডী,
শিখন্ডী, সর্ব্বগ, সর্ব্বভাবন, হরি, হিরণ্যাক্ষ, সর্ব্বভূতহর, প্রবৃত্তি, নিবৃত্তি, শান্তাত্মা, শাশ্বত, ধ্রুব,
শ্মশানবাসী, ভগবান, খচর, গোচর, অর্দ্দন, অভিবাদ্য, মহাকর্ম্মা, তপস্বী, ভূতধারণ, উন্মত্তবেশ,
প্রচ্ছন্ন, সর্ব্বলোক, প্রজাপতি, মহারুপ, মহাকায়, শবরুপ, মহাযশা, মহাত্মা, সর্ব্বভূত, বিরুপ,
বামন, নর, লোকপাল, অন্তহিতাত্মা, প্রসাদ, ভয়দ, বিভু, পবিত্র, মহান, নিয়ত, নিয়তাশ্রয়,
স্বয়ম্ভু, সর্ব্বকর্ম্মা, আদি, আদিকর, নিধি, সহস্রাক্ষ, বিশালাক্ষ, সোম, নক্ষত্রসাধক, চন্দ্র, সূর্য্য,
শনি, কেতু, গ্রহ, মঙ্গল, গ্রহপতি, বৃহস্পতি,মত (বুধ), রাজা (শুক্র), রাজ্যোদয় (রাহু), কর্ত্তা,
মৃগবাণার্পণ, ঘন, মহাতপা, দীর্ঘতপা, অদৃশ্য, ধনসাধক, সংবৎসর, কৃত, মন্ত্র, প্রণায়াম, পরন্তপ,
যোগী, যোগ, মহাবীজ, মহারেতাঃ, মহাবল, সুবর্ণরেতাঃ, সর্ব্বজ্ঞ, সুবীজম বৃষবাহন, দশবাহু,
অনিমিষ, নীলকন্ঠ, উমাপতি, বিশ্বরুপ, স্বয়ংশ্রেষ্ঠ, বলবীর, বলাগ্রণী, গণকর্ত্তা, গনপতি,
দিগ্ধাসাঃ, কাম্য, মগ্নবিৎ, পরম, মন্ত্র (গুপ্ত সংভাষণীয়), সর্ব্বভাবের, হর, কুমন্ডলুধর, ধন্বী,
বাণহস্ত, কপালবান্, শরী, শতঘ্নী, খড়গী, পট্টিশী, আয়ুধী, মহান্ (মহত্ত্বরুপ), অজ, মৃগরুপ,
তেজঃ, তেজস্কর, বিধি, উষ্ণীষী, সুবক্ত্ব, উদগ্র, বিনত, দীর্ঘ, হরিকেশ, সুতীর্থ, কৃষ্ণ, শৃগাল-রুপ,
সর্ব্বার্থ, মুন্ড, সর্ব্বশুভঙ্কর, সিংহ, শার্দ্দুলরুপ, গন্ধকারী, কপর্দ্দী, উর্দ্ধরেতা, উর্দ্ধলিঙ্গী, উর্দ্ধশায়ী,
নভঃ, তল, ত্রিজটী, চীরবাসা, রুদ্র, সেবা, পতি, বিভু, আহোরাত্র, নক্ত, তিগ্মমন্যু, সুবর্চ্চ,
গজহা, দৈত্যহা, কাল, লোকধাতা, গুনাকর, সিংহর্শাদ্দুলরুপানামার্দ্র, চর্ম্মাস্বরধর, কালযোগী,
মহানাদ, সর্ব্বাবাস, চতুষ্পথ, নিশাচর, প্রেতচারী, সর্ব্বদর্শী, মহেশ্বর, বহুভূত, বহুধন, সর্ব্বসার,
অমৃতেশ্বর, নৃত্যপ্রিয়, নিত্যনৃত্য, নর্ত্তন, সর্ব্বসাধক, সকার্ম্মুক, মহাবাহু, মহাঘোর, মহাতপা,
মহাশর, নিত্য, গিরিবর, অমৃত, সহস্র-হস্ত, বিজয়, ব্যবসায়, অনিন্দিত, অঘমর্ষণ, অঘর্ষণাত্মা,
যজ্ঞহা, কামনাশন, দক্ষহা, পরিচারী, প্রহস, মধ্যম, তেজঃ, অপহারী, বলবান, বিদিত,
অভ্যুদিত, বহু, গম্ভীর, ঘোষ যোগাত্মা, কামনা, অশ্ন, গম্ভীরঘোষ, গম্ভীর, গম্ভীর-বলবাহন,
ন্যগ্রোধরুপ, ন্যগ্রোধ, বিশ্বকর্ম্মা, বিশ্বভুক্, তীক্ষ্ণ, অপায়, হর্য্যশ্ব, সহায়, কর্ম্ম, কালবিৎ, বিষ্ণু,
প্রসাদিত, যজ্ঞ, সমুদ্র, বড়বামুখ, হূতাশন সহায়, প্রশান্তাত্মা, হূতাশন, উগ্রতেজা, জয়,
জ্যোতিষাময়ন, সিদ্ধি, সন্ধি, বিগ্রহ, খড়গী, শঙ্খী, জটী, জ্বালী, খচর, দ্যুচর, বলী, বৈণবী,
পণবী, কাল, কালকন্ঠ, কটস্কট, নক্ষত্রবিগ্রহ, ভাব, নিভাব, সর্ব্বতোমুখ, বিমোচন, শরণ,
হিরণ্যকবচোদ্ভব, মেখল্য, আকৃতিরুপ, জলাচার, স্তুত, বীণী, তালী, নালী, কলিকট,
সর্ব্বতুর্য্যনিনাদী, সর্ব্বব্যাপী, অপরিগ্রহ, ব্যালরুপী, বিলাবাসী, গু্হাবাসী, তরঙ্গবিৎ, বৃক্ষ,
শ্রীমালকর্ম্মা, সর্ব্ববন্ধবিমোচন, বন্ধন, সুরেন্দ্রযুদ্ধে, শত্রুবিনাশন, সখা, প্রহাস, দুর্ব্বাপ,
সর্ব্বসাধুনিষেধিত, প্রস্কন্ধ, আর্বিভাব, তুল্য, যজ্ঞবিভাগবিৎ, সর্ব্ববাস, সর্ব্বচারী, ধরোত্তম,
আকাশ, নিব্বিরুপ, বিবাসা, উরগ, খগ, ভিক্ষু, ভিক্ষুরুপী, রৌদ্ররুপ, সুরুপবান, বসুরেতা, সুবর্চ্চস্বী,
বসুবেগ, মহাবশ, মনবেগ, নিশা, চার, সর্ব্ব-লোকশুভপ্রদ, সর্ব্বাবাসী, ত্রয়ীবাসী, উপদেশকর,
অধর, মুনি, আত্মা, মুনি (বকবৃক্ষস্বরুপ), লোক, সভাগ্য, সহস্রভুক্, পক্ষী, পক্ষরুপ, অতিদীপ্ত,
নিশাকর, সমীর, দক্ষনাকর, অর্থ, অর্থকর, বশ, বাসুদেব, দেব, বামদেব, বামন,
সিদ্ধিযোগাপহারী, সিদ্ধ, সর্ব্বার্থ-সাধক, অক্ষুণ্ন, ক্ষুণ্নরুপ, বৃষণ, মৃদু, অব্যয়, মহাসেন, বিশাখ,
ষষ্ঠিভাগ, গবাংপতি, চক্রহস্ত, বিষ্টম্ভী, মূল-স্তন্তন, ঋতু, ঋতুকর, তাল, মধু, মধুকর, বর, বান-
স্পত্য, বাজসন, আশ্রমপুজিত, ব্রহ্মচারী, লোকচারী, সুচারবিৎ, ঈশান, ঈশ্বর, কাল, নিশাচারী,
অনেকদৃক, নিমিত্তস্হ, নিমিত্ত, নন্দি, নন্দিকর, হর, নন্দীশ্বর, সুনন্দী, নন্দন, বিষর্মদ্দন, ভগহারী,
নিয়ন্তা, লোকপিতামহ, চতুর্ম্মুখ, মহালিঙ্গ, চারুলিঙ্গ, লিঙ্গাধ্যক্ষ, সুরাধ্যক্ষ, কালাধ্যক্ষ,
যুগাবহ, বীজাধ্যক্ষ, বীজকর্ত্তা, অধ্যাত্মা, অনুগত, বল, ইতিহাস, কল্প, দমন, জগদীশ্বর, দম্ভ,
দম্ভকর, দাতা, বংশ, বংশকর, কলি, লোককর্ত্তা, পশুপতি, মহাকর্ত্তা, অধোক্ষজ, অক্ষর, পরম,
ব্রহ্ম, বলবান, রুপবান, শুক্ল (শুক্লবর্ণ), অনীশ, শুদ্ধাত্মা, শুদ্ধ, মীন, গতি, হবি, প্রাসাদ, বল
(কৈলাসাদিস্হানপতি), দর্প (অসুরমোহক), দর্পণ, হব্য, ইন্দ্রজিৎ, বেদকার, সুত্রকার, বিদ্বান,
পরমর্দ্দন, মহামেঘ, নিবাসী, মহাঘোর, বশীকর (সংহারক), অগ্নিজ্বাল, মহাজ্বাল, পরিধুম্রাবৃত,
রবি, বিষণ, শঙ্কর, বর্চ্চস্বী, ধুম্রলোচন, নীল, অঙ্গলুপ্ত, শোভন, নরবিগ্রহ, স্বস্তি, স্বস্তিস্বভাব,
ভোগী, ভোগকর, লঘু, উৎসঙ্গ, মহাঙ্গ, মহাগর্ভ, প্রতাপবান, কৃষ্ণবর্ণ, সুবর্ণ, ইন্দ্রিয়, সর্ব্ববর্ণিক,
মহাপাদ, মহাহস্ত, মহাকায়, মহাযশা, মহামুর্দ্ধা, মহামাত্র, মহামিত্র, নগালয়, মহাস্কন্ধ, মহাকর্ণ,
মহোষ্ঠ, মহাহনু, মহানাস, মহাকন্ঠ, মহাগ্রীব, শ্মশানবান্, (কাশীপতি), মহাবল, মহাতেজা,
অন্তরাত্মা, মৃগালয়, লম্বিতোষ্ঠ, নিষ্ঠ, মহাশয়, পয়োনিধি, মহাদন্ত, মহাদংষ্ঠ্র, মহাজিহ্ব, মহামুখ,
মহানখ, মহারোমা, মহাকেশ, মহাজট, অসপত্ম, প্রসাদ (অসুরঘাতী), প্রত্যয়, গীতসাধক,
প্রস্বেদন, অস্বহেন, আদিক, মহামুনি, বৃষক, বৃষকেতু, অনল, বায়ুবাহন, মন্ডলী, মেরুবাস,
দেববাহন, অথর্ব্বশীর্ষ, সামাণ্য, ঋতুসহস্রার্জ্জিতক্ষেণ, যজুঃপাদভুজ, গুহ্য,
প্রকাশৌজাঃ,অমোঘার্থপ্রসাদ, অর্ন্তভাব্য, সুদর্শন, উপহার, প্রিয়, সর্ব্ব, কনক, কাঞ্চনস্হিত,
নাভি, নন্দিকর (যজ্ঞফল), সমৃদ্ধিকর্ত্তা, হর্ম্ম্য, পুস্কর, স্হপতি, স্হিত, সর্ব্বশাস্ত্র, সর্ব্বশাস্ত্রপ্রবর্ত্তক,
ধন, আদ্য, যজ্বা, সমাহিত, নগ, কবি, কাল, মকর, কালপুজিত, সগণ, গণাকর, ভূতভাবন,
সারথি, ভস্মশায়ী, ভস্মগোপ্তা, ভস্মাভুততণূ, গণাআগম, বিলোপ, সর্ব্বপূজিত, স্ত্রীরুপ-সম্পন্ন,
অর্ধ্বনারীশ্বর, ত্র্যম্বক, মহাদেব, হিরণ্যবর্ণ, হিরণ্যরুপ, উমাপতি, পশুপতি, বিশ্বেশ্বর, ত্রিকাগ্নি,
কালাগ্নিরুদ্র, মৃত্যুন্জয়, সর্ব্বেশ্বর, শুচি, ভূতনিষেবিত, আশ্রমস্হ, পতি, বিরাট, বিশালাক্ষ,
তাম্রোষ্ঠ, অম্বুজাল, সুনিশ্চিত, কপিল, কলশ, স্হূল, রোমশ, গন্ধর্ব্ব, অদিতি, তার্ক্ষ্য, অবিজ্ঞেয়,
সুশারদ, পরশ্বধায়ুধ, দেব, অর্থকারী, সুবান্ধব, তুম্ববীণ, মহাকোপ, উর্দ্ধরেতা, জলেশয়,
উগ্রবংশকর, বংশ, বংশবাদী, সর্ব্বাঙ্গরুপী, মায়াবী, সু্হৃদ (সাধুগণের আশ্রয়), অনিলবল
(বলরামস্বরুপ), বন্ধন, বন্ধনকর্ত্তা, সুবন্ধন, বিমোচন, রাক্ষসঘ্ন, কামারি, মহায়ুধ, লম্বিত,
লম্বিতোষ্ঠ, লম্বোহস্ত, বরপ্রদ, বাহু, অকোপন, অমরেশ, মহাঘোর, বিশ্বদেব, সুরাবিহ, অহির্ব্রধ,
নিঋতি, চেকিতান, হলী, অজৈকপা, কপালী, শঙ্কুমায়, মহাগিরি, ধন্বন্তরী, ধূমকেতু, সূর্য্য,
বৈস্রবণ, ধাতা, শত্রু, মিত্র, ত্বষ্টা, ধর, ধ্রুব, প্রভাষ, পর্ব্বত, বায়ু, অর্ঘ্যমা, সবিতা, ধৃতি, বিণীতা,
মান্ধাতা, নীর, তীর্থ, ভীম, সর্ব্বকর্ম্মা, গুণোবহ, পদ্মগর্ভ, চন্দ্রবক্ত, অনব, বলবান, উপশান্ত,
পুরাণ, পুণ্যকৃত্তম, ক্রুরকর্ত্তা, ক্রুরবাসী, তনু, আত্মা, মহৌষধ, সর্ব্বাশয়, সর্ব্বচারী, প্রাণেশ,
প্রাণিনাংপতি, দেবদেব, সুখোৎসিক্ত, সৎ, অসৎ, সর্ব্বরত্মবিৎ, কৈলাশস্হ, গু্হাবাসী, হিমবদ্,
গিরিসংশ্রব, কুলহারী, কুলকর্ত্তা, বহুবিত্ত, বহুপ্রজ, প্রাণেশ, বন্ধকী (মায়া), বৃক্ষ (মায়াচ্ছেদক),
নকুল, অদ্রিক, হ্রস্বগ্রীব, মহাজানু, অলোল, সিদ্ধানকারী, সিদ্ধার্থ, ছন্দঃ, ব্যাকরণোদ্ভব,
সিংহনাদ, সিহদংষ্ট্র, সিংহাস্য, সিংহবাহন, প্রভাবাত্মা, জগৎকাল, কল্পী, তরু, তনু, সারঙ্গ,
ভূতচক্রাস্ক, কেতুমালী, সুবেধক, ভূতালয়, ভূতপতি, অহোরাত্র (সূর্য্যত্রাতা), অমল, মল, বসুভৃৎ,
সর্ব্বভূতাত্মা, নিশ্চল, সুবিদু, বুধ, সর্ব্বভূতানামসুহৃৎ, অমনস্ক, চলবিৎ, অমোঘ, সংযম, হৃষ্ট,
ভোজন, প্রাণধারণ, ধৃতিমান, মতিমান, ত্র্যক্ষ, সুকৃত, যুধাংপতি, গোপাল, গোপতি, গ্রাম,
গোচর্ম্মবসন, হিরন্যবাহু, গুহবাস, প্রবেশন, যহামনা, মহাকাম, চিত্তকাম, জিতেন্দ্রিয়, গান্ধার,
সুরাপ, তাপকর্ম্মরত, হিত, মহাভূত, ভূতবৃত, অপ্সরাঃ, গনসেবিত, মহাকেতু, ধরাবাতা,
নৈকতানরত, স্বর, আবেদনীয়, আবেদ্য, সর্ব্বগ, সুখাবহ, তারুণ, চরণ, ধাতা, পরিধা (পৃথিবী),
পরিপূজিত, সংযোগী, বন্ধন, বৃদ্ধ, গণিক, গনাধিপ, ধাতা, সহায়, দেবাসুরপতি, পতিযুক্ত,
যুক্তবাহু, সুদেব, সুপর্ব্বণ, আষাঢ়, সুষার, স্কন্ধদ, হরিত, বপুঃ, আবর্ত্তমান, অন্য, বপুশ্রেষ্ঠ,
মহাবপুঃ, শিরঃ, বিমর্ষণ, সর্ব্বলক্ষ্যণভূষিত, অক্ষয়, রথগীত, সর্ব্বভোগী, বহাবল, সাম্নায়,
মহাম্নায়, তীর্থদেব, মহাযশা, নির্জ্জীব, জীবন, সুভগ, বহুকর্কশ, রত্নভূত, রত্নাঙ্গ,
মহার্ণবনিপাতবিৎ, মুল, বিশাল, অমৃত, ব্যক্তাব্যক্ত, তপোনিধি, আরোহণ, অধিরোহ,
শীলধারী, মহতপাঃ, যুগ, যুগকর, যুগরুপ, মহারুপ, বহন, গহন, নগ, ন্যায়, নির্ব্বাপণ, অপাদ,
পন্ডিত, অচলোপম, বহুমাল, মহামাল, শিপিবিষ্ট, সুলোচন, বিস্তার, লবণ, কূপ, কুসুমার্দ্দ,
ফলোদয়, ঋষভ, বৃষভ, ভঙ্গ, মনিবিম্বজটাধর, ইন্দু, বিসর্গ, সুমুখ, শুর, সর্ব্বায়ুধ, সহ, নিবেদন,
সুধাজাত, স্বর্গদ্বার, মহাধনু, গিরাবাস, সর্ব্বলক্ষণলক্ষবিৎ, গন্ধমালী, অনন্ত, সর্ব্বলক্ষণ, সন্তান,
বহুল, বাহূ, সকল, সর্ব্ববপন, করস্হালী, কপালী, উর্দ্ধসংহনন, যুবা, যন্ত্রতন্ত্রসুবিখ্যাত, লোক
(সূর্য্যাদিস্বরুপ), সর্ব্বাশ্রয়, মৃদু, মুন্ড, বিরুপ, বিকৃত, দন্ডী, কুন্ডী, বিকুর্ব্বণ (কর্ম্মালভ্য), বার্ধ্যক্ষ,
ককুভ, বস্ত্রী, দীপ্ততেজা, সহস্রপাৎ, সহস্রমুর্দ্ধা, দেবেন্দ্র, সর্ব্বদেবময়, গুরু, সহস্রবাহূ, সর্ব্বাশ্ব,
শরণ্য, সর্ব্বলোককৃত, পবিত্র, ত্রিমুধ, কনিষ্ঠ, কৃষ্ণপিঙ্গল, ব্রহ্মদন্ডবির্নিম্মাতা, শতঘ্ন,
শতপাশধৃক, কলা, কাষ্ঠা, লব, মাত্রা, মুহুর্ত্ত, অহন, ক্ষপা, ক্ষণ, বিশ্বক্ষেত্রপদ, বীজ, লিঙ্গ,
নির্ম্মুখ, সদসৎ, ব্যক্ত, অব্যক্ত, পিতা, মাতা, পিতামহ, মোক্ষদ্বার, প্রজাদ্বার, ত্রিবিষ্টপ, নির্ব্বান,
হৃদয় (মনোগ্রাহ্য), ব্রহ্মলোক, পরাগতি, দেবাসুরবিনির্ম্মাতা, দেবাসুরপরায়ণ, দেবাসুরগুরু,
দেবাসুরনমস্কৃত্য, দেবাসুরমহামাত্র, দেবাসুরগণাশ্রয়, দেবাসুরগণাধ্যক, দেবাসুরগনাগ্রনী,
দেবাধিদেব, দেবর্ষি, দেবাসুরবরপ্রদ, দেবাসুরেশ্বর, দেবাসুরমহেশ্বর, সর্ব্বদেবময়, অচিন্ত্য,
দেবাত্মা, স্বয়ংভব, উদগত, বিক্রম, বৈদ্য, বরদ, বরজ, অম্বর, ইজ্য, হস্তী, ব্যাঘ্র, দেবসিংহ,
মহর্ষভ, বিবুধাগ্র, সুর, শ্রেষ্ঠ, স্বর্গদেব, উত্তম, সংযুক্ত, শোভন, বক্তা, আশানাংপ্রভব, অব্যয়,
কান্ত, নিজ, সর্গ, পবিত্র, সর্ব্ববাহন, শৃঙ্গী, শৃঙ্গপ্রিয়, বভ্রু, রাজরাজ, নিরাময়, অভিরাম, সুশরণ,
নিরাম, সর্ব্বসাধন, ললাটাক্ষ, বিশ্বদেহ, হরিণ, ব্রহ্মবর্চ্চস, স্হাবরাণাংপতি, নিয়তেন্দ্রিয়, বর্ত্তন,
সর্ব্বভূতার্থ, সত্য, শুচিব্রত, ব্রতাধিপ, পরব্রহ্ম, মুক্তানাংপরমাগতি, বিমুক্ত, মুক্তকেশ, শ্রীমান,
শ্রীবর্দ্ধন, জগৎ।
সমাপ্ত
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.